অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি হামাসের পুরস্কার: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের গাজার যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।
ট্রাম্প জানান, তিনি যুদ্ধবিরতি নিশ্চিত করতে গভীরভাবে জড়িত। একইসঙ্গে তিনি গাজায় আটক থাকা বন্দিদের মুক্তির আহ্বান জানান, বিশেষ করে সেই ২০ জনকে, যাদের জীবিত থাকার সম্ভাবনা এখনো আছে। শান্তির জন্য আলোচনায় বসার কথাও বলেন তিনি।
এই পরিস্থিতি নিয়ে ট্রাম্প সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশরসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে তার একটি মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, কিছু দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হামাসের জন্য এক ধরনের “পুরস্কার”।
অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া কোনো পুরস্কার নয়, বরং এটি তাদের অধিকার।
ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও, কীভাবে তা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
বিষয়: Acknowledgment
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।