ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলম আটক, ফেরাতে ফখরুলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৮:১৩

সংগৃহীত

বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছে। এমনটাই জানিয়েছেন শহিদুল আলম নিজে। তিনি গাজার উদ্দেশে যাত্রা করা একটি মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।

আজ ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।”

এই খবর সামনে আসার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সরকারের পদক্ষেপ দাবি করেছেন। তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, “শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।”

আন্তর্জাতিকভাবে পরিচিত এই ব্যক্তিত্বকে আটক করার ঘটনা দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করলো। সরকার কত দ্রুত এই বিশ্বখ্যাত আলোকচিত্রীকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top