রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ১১ জন নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাতটি শিশু ও তিনজন নারী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরই ইসরাইল এ হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করল।

রোববার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের বেসামরিক একটি গাড়িতে ইসরাইলি বাহিনীর ট্যাংকের গোলা নিক্ষেপ করে। ওই পরিবারটি তাদের ক্ষতিগ্রস্ত বাড়ির অবস্থা দেখতে যাচ্ছিলেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “নিহতদের মধ্যে সাতটি শিশু ও তিনজন নারী রয়েছেন। তাদের সতর্ক করা যেত, কিংবা অন্য কোনোভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। কিন্তু যা ঘটেছে, তা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।”

সংস্থাটির এক পৃথক বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) সহায়তায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুটি শিশুর মরদেহ এখনো নিখোঁজ, কারণ প্রচণ্ড বিস্ফোরণে তাদের দেহাবশেষ ছিন্নভিন্ন হয়ে গেছে।

অন্যদিকে, হামাস এই ঘটনাকে “গণহত্যা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, কোনো কারণ ছাড়াই ওই পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ দেওয়া হয়।

এদিকে চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেও গত শনিবার পর্যন্ত ইসরাইল অন্তত ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা প্রবাহও কঠোরভাবে সীমিত করে রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top