ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৭:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের ঠিক আগে উত্তেজনা বাড়াল উত্তর কোরিয়া। দেশটি বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বুধবার (২২ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত মে মাসের পর এই প্রথম জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছুড়ল।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেক ফোরামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ংয়ের বৈঠক হওয়ার কথা।
ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও দেখা করার কথা রয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠকের ঠিক আগে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।