মৃত্যুদণ্ড নিয়ে উৎকণ্ঠা: ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনার রায়ের খবর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:০৫
বাংলাদেশে শেখ হাসিনার মামলার রায় ঘিরে এখন নজর ভারতের গণমাধ্যমগুলোর। এই ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে নয়াদিল্লি জুড়ে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে।
ভারতীয় সংবাদ মাধ্যমে এই খবর আজ ফলাও করে প্রচার হচ্ছে। বেশিরভাগ সংবাদ মাধ্যমই শিরোনাম করেছে শেখ হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে।
এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিন—সবাই এই ইস্যুকে প্রধান খবর হিসেবে রেখেছে। রায়ের আগে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারও গুরুত্ব পাচ্ছে। যেখানে তিনি জানিয়েছেন, রায় যা-ই হোক, তার মাকে ভারত নিরাপদেই রাখবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে চলছে রায় ঘোষণা। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় ঘিরে শুধু ভারত নয়, পুরো বিশ্বই এখন তাকিয়ে আছে ঢাকার ট্রাইব্যুনালের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।