৪৩ দিনের দীর্ঘ শাটডাউন অবশেষে শেষ, স্বাভাবিক ছন্দে ফিরছে যুক্তরাষ্ট্র সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৯

সংগৃহীত

১২ই নভেম্বর ২০২৫, বুধবার—যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৪৩ দিনের শাটডাউন অবশেষে শেষ হলো। কংগ্রেস সদস্যদের ভোটের মাধ্যমে প্রস্তাবটি পাস হয়, এরপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হয় চুক্তিটি। ফলে, বহুদিন পর আবার স্বাভাবিক হতে যাচ্ছে ওয়াশিংটন শহরের কার্যক্রম।

এ শাটডাউনের ফলে প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী কাজে ফিরবেন এবং তাদের বকেয়া বেতন পাবেন। ৩০ সেপ্টেম্বর নতুন বাজেট অনুমোদন না হওয়ায় সরকারের অর্থায়ন স্থগিত হয়ে যাওয়ায় এই অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। শাটডাউন চলাকালে বিপুল সংখ্যক কর্মচারী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হন, আবার অনেকেই বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। এর ফলে, বিমানবন্দরগুলোতে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়, যা জনসাধারণের জন্য বিরাট অস্বস্তির সৃষ্টি করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউন শেষ হওয়ার পর বলেন, "এটা আর কখনো ঘটতে দেওয়া যাবে না। এমনভাবে কোনো দেশ চালানো যায় না।"

এই চুক্তির মাধ্যমে, সরকারি অর্থায়ন আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ, পরবর্তী কয়েক মাসের জন্য সরকারের কার্যক্রম সচল থাকবে এবং শাটডাউনের মতো পরিস্থিতি আর তৈরি হবে না, এমনটি আশা করা হচ্ছে।

এ শাটডাউন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন, যা দেশের প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। এখন, কর্মচারীরা ফিরে এসে কাজ শুরু করবেন এবং সরকার তাদের বকেয়া বেতন পাবে—এটি একদিকে যেমন কর্মীদের জন্য সুখবর, তেমনি দেশটির প্রশাসনিক পরিবেশও একটু স্বাভাবিক হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top