খামেনি: সরকারবিরোধী বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাচ্ছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:৪৩
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভগুলো আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাচ্ছে। খামেনি বিক্ষোভকারীদের ‘গোলমালকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
ইরানে টানা ১৩ দিন ধরে অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ চলছে। মুদ্রাস্ফীতি, মুদ্রার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ রাস্তায় নেমেছে। অনেক বিক্ষোভকারী সরকার ও মোল্লাতন্ত্রের পতন চাচ্ছেন, কেউ কেউ রাজতন্ত্র ফেরানোর কথাও বলছেন।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৪৮–৫১ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। দুই হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। দেশজুড়ে এখনও ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
খামেনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং ‘ধ্বংসাত্মক উপাদান’ কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তা বাহিনী ও বিপ্লবী গার্ডও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে রয়েছে। বিক্ষোভকারীদের ক্ষতি করা হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
এ ঘটনায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি নিহতের ঘটনা নিন্দা জানিয়েছে। জাতিসংঘও উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।