বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

রাশিয়া সরাসরি প্রত্যাখ্যান করল ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ইরানের সঙ্গে পূর্বনির্ধারিত সমস্ত চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাস্তবায়ন অব্যাহত রাখব।”

লাভরভ আরও বলেন, “যুক্তরাষ্ট্রের এই শুল্কবৃদ্ধি মূলত তাদের দুর্বলতারই প্রকাশ। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দুর্বল হওয়ায় তারা এই ধরনের কৌশল অবলম্বন করছে।”

এর আগে ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার চীনও ট্রাম্প প্রশাসনের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মস্কো ও বেইজিংয়ের এই সমর্থন তেহরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top