যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৪:৫৪
                                        যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সপার্স সুপারমার্কেটে বোল্ডারে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। দেশটির পুলিশ বলেছে এই ঘটনা তদন্ত হচ্ছে।
এনএফ৭১/জেএস/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।