• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসপিইউএ-র আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ০৯:৩৯

 স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসপিইউএ-র আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যে ৭টায় জুম প্ল্যাটফর্মে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য এবং বিএসপিইউএ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবং জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনলজির অধ্যাপক ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশের অধ্যাপক এবং বিএসপিইউএ এর সহ-সভাপতি (রিসার্চ এন্ড ইনোভেশন) অধ্যাপক ড. মোঃ মামুন হাবিব। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন বিএসপিইউএ এর সমাজকল্যাণ সম্পাদক এবং ইউনিভার্সিটি অব স্কলারসের সহকারি অধ্যাপক সালেহ মোঃ আরমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিএসপিইউএ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দেন বিএসপিইউএ-এর সভাপতি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী।

উল্লেখ্য, সভায় আলোচকগণ স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণার আলোকে দেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top