• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এমপিওভুক্তির ঘোষণা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুন ২০২২, ১৮:৩১

এমপিওভুক্তির ঘোষণা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে।

শিক্ষামন্ত্রী বলেন, কতটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না। তবে এই সপ্তাহেই তা করা হবে। আমাদের কার্যক্রম চলছে।

বাজেট প্রসঙ্গে দীপু মনি বলেন, জনগণের উপযোগী যে বাজেট করার কথা সে ধরনের করা হয়েছে। সত্যিকার অর্থেই এই বাজেট জনকল্যাণমুখী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দুই হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top