জবি ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মিঠু মুরাদ | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৬

ছবি: সংগৃহীত

 পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

 রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনি বাসার সিঁড়িতে লাশ পাওয়া যায়।

 ওসি বলেন, জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যে বাসার সিঁড়িতে তার লাশ পাওয়া যায় ওই বাসায় তিনি টিউশনি করতেন। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, আমরা তদন্ত করছি।

 জানা গেছে, মৃত শিক্ষার্থী জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

 জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক। পুলিশকে সব সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি। 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top