সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ২১:৩৮
                                        ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা সেচ্ছাসেবকলীগ আয়োজনে মোঃ বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাংসদ ও জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এ্যাড.নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অথিতি হিসাবে আঃলীগের জেলা সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এইসময় বক্তারা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা ও ২০০৭ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তি কার্যকরের দাবী জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।