লক্ষ্মীপুরে ভার্চুয়ালি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ২২:১৪
                                        লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৪০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবস এর আলোচনা সভায় প্রতিমন্ত্রী ভার্চুয়ালী অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এঁর মাধ্যমে এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন। এসময় ৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

এসময় পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক মেয়র রফিকুল হায়দর বাবুল পাঠান, জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর পৌর আ’লীগ আহবায়ক জামশেদ কবির বাক্কী বিল্লাহ প্রমুখ। সভায় অন্যান্য জনপ্রতিনিধি, বিভিন্নস্তরেরদলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।