২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস
লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ২২:২৭
                                        ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
সভায় বক্তরা বলেন, ২১আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। কুচক্রীদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ওরা জঙ্গিবেশে গুপ্তহত্যা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে।
শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর হাতকে আরো শক্তিশালী করার জন্য সব কিছু ভুলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান নেতারা। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরুল হুদা পাটোয়ারী, জজ কোর্টের পিপি আবুল বাসার।
এছাড়া আরো ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কবির পাটোয়ারী, প্রমুখ। পরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।