লক্ষ্মীপুরে চাঁদা না দেওয়ায় রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২১, ২০:৪৫
                                        লক্ষ্মীপুরে রাস্তা সংস্কার নামে দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শফিক মোল্লা নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
শুক্রবার বিকালে অটোরিকশাচালক শফিক ও মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় ফেরার পথে তারা আবার শফিকের গাড়ি আটকিয়ে ৫০০ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় কয়েকজন মিলে তাকে পেটাতে থাকে। আহতাবস্থায় বাড়ি ফিরে কয়েকবার বমি করার পর রাত ৮টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।