লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১, ০১:১২
                                        লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নে উত্তর চন্দ্রপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণ-ধর্ষণের ঘটনায় বাচ্চু ও সোহেল নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা ভিকটিমের আত্মীয়।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। মঙ্গলবার ভিকটিম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
ভিকটিম (২৩) জানান, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের চন্দ্র পুর এলাকার বাচ্চু ও সোহেলসহ কিছু ছেলে মোবাইলে উত্ত্যক্ত করত। সোমবার রাতে ফোন দিয়ে আজেবাজে কথা শুরু করলে ফোন কেটে দিয়ে নম্বরটি তিনি ব্ল্যাক লিস্ট করে রাখেন।
রাত আড়াইটা থেকে ৩টার দিকে ছাদের দরজা দিয়ে ওরা ঘরে ঢোকে। এবং হাত পা বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষিতার কানের দুল ও গলার চেনসহ সাড়ে ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায়।
যাওয়ার সময় তারা ৫ লক্ষ টাকা রেডি রাখতে বলে। না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এনএফ৭১/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।