মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২ জনের

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৬

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ২ জনের

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। একই সময়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুজনের।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ৪৫ জন আর উপসর্গে ভর্তি রয়েছেন ২১ জন।

এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় জেলায় ১৯৮টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ ভাগ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top