• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চাল ফেরত চাওয়ায় আমতলীতে কৃষক খুন

আমতলী থেকে | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬

ধারের ১০কজি চাল ফেরত চাওয়ায় আমতলীতে কৃষক খুন।

বরগুনার আমতলীতে নুরুল ইসলাম মুন্সী (৪৫) নামক এক কৃষক খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সেকান্দারখালী (চারঘাট) গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠিয়েছে। আমতলী পুলিশ - আলমগীর মুন্সী, আলেয়া ও খালেদা বেগম নামে তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সেকান্দার আলী মুন্সীর পুত্র নুরুল ইসলাম সকালে বাড়িতে বসে ভাত খাচ্ছিল। এ সময় হঠাৎ একই গ্রামের আলমগীর মুন্সীর ছেলে সন্ত্রাসী সাগর, বোন খালেদা ও জরিনাসহ সাত আটজন মিলে নুরুল ইসলামের উপর হামলা করে। এক পর্যায়ে সাগরের হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে নুরুল ইসলামের বাম পাশে পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হাসান মুন্সী জানান, সাগর এলাকায় দীর্ঘদিন পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। সাগরের মা আলেয়া বেগম এক বছর পূর্বে নিহত নুরুল ইসলামের কাছ থেকে ১০ কেজি চাল নেয়। ধারের চাল ফেরত চাইতে গেলে আলেয়ার সাথে তর্কবিতর্ক হয়। এর জেরে সাগর ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলামকে খুন করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: আমতলী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top