• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শারদীয়া দূর্গা পূঁজা উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ১৯:৫৮

শারদীয়া দূর্গা পূঁজা উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয়া দূর্গা পূঁজা উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। রবিবার (০৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আরী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় শারদীয়া দূর্গা পূঁজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা, সরকারী নির্দেশনা, স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

এ বছর জেলায় ১ হাজার ২২৮ মন্দিরে দূর্গা পূঁজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩২১টি মন্দিরে পূঁজা অনুষ্ঠিত হবে। এছাড়া কোটালীপাড়া উপজেলায় ২৯০টি, মুকসুদপুর উপজেলায় ২৮৭টি, কাশিয়ানী উপজেলায় ২৩৪টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৯৬টি মন্দিরে পূঁজা অনুষ্ঠিত হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top