মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শিশু গুম ও হত্যার অপরাধে যাবজ্জীবন

হিলি থেকে | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২৩:৪৫

শিশু গুম ও হত্যার অপরাধে ছেলের যাবজ্জীবন মা,বাবার কারাদণ্ড 

শিশুকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অপরাধে একজনকে যাবজ্জীবন ও দুজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এই রায় প্রদান করেন।

ক্রাইম পেট্রল দেখে কম সময়ে বড়লোক হওয়ার জন্য চার বছর বয়সী শিশুকে অপহরণ, মুক্তিপণ আদায়ের জন্য হত্যা ও লাশ গুম করা হয় বলে জানা গেছে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড এবং বাকি দুই আসামিকে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সামিউল (২৫)। বাকি দুই আসামি হলেন সামিউলের পিতা আমজাদ হোসেন (৫৫) ও মা ছানোয়ারা বেগম (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, সাক্ষী-প্রমাণের ভিত্তিতে আমরা হত্যার বিষয়টি প্রমাণে সমর্থ হয়েছি। আমাদের চেষ্টা স্বার্থক হয়েছে, এই রায়ে আমরা খুশি। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির পিতা মামুনুর রশিদ আজাদ। তিনি বলেন, এই রায়ে আমি খুশি। এমন রায়ের ফলে অন্য কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top