• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নরসিংদী মুক্ত দিবস আজ

নরসিংদী থেকে | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ২৩:১১

নরসিংদী মুক্ত দিবস আজ

১২ ডিসেম্বর, নরসিংদী মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে সম্মিলিত মুক্তি বাহিনীর প্রতিরোধের মুখে নরসিংদী শহরসহ গোটা জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। প্রতি বছরই দিবসটি উপলক্ষ্যে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

মুক্তিযুদ্ধে নরসিংদী জেলা ছিল ২ নম্বর সেক্টরের অধীনে। সেক্টর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর জেনারেল সফিউল্লাহ। পরে নরসিংদীকে ৩ নম্বর সেক্টরে নেওয়া হলে কামান্ডারের দায়িত্ব পান মো. নুরুজ্জামান। ৪ এপ্রিল পাকবাহিনীর বোমারু বিমান নরসিংদী শহরে বোমাবর্ষণ শুরু করে। মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ১২ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী মুক্ত হয়। ওই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন। এর মধ্যে নরসিংদী সদরে ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলার ১৬ জন শহীদ হন।

স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে খেতাব ভূষিত হয়েছেন নরসিংদীর ৬ জন। তারা হলেন বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান, বীর প্রতিক নেভাল সিরাজ উদ্দিন আহম্মেদ, বীর বিক্রম লে. কর্ণেল আব্দুর রউফ, বীর বিক্রম সুবেদার খন্দকার মতিউর রহমন, বীর বিক্রম বিগ্রেডিয়ার (অব.) এ.এস.এম নুরুজ্জামান ও বীর বিক্রম লে. কর্ণেল (অব.) নুরুল ইসলাম ভূইয়া।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: নরসিংদী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top