• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত-২

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৫

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত-২

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘনকুয়াশায় ট্রাকের সাথে পিকাপ ভ্যানের ধাক্কায় চালক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার সহ দুজন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোর ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ঘনকুয়াশার কারণে বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি পাথর বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঘরের আসবাবপত্র ভর্তি পিকাপ ভ্যানটি থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ধাক্কা দেওয়া পিকাপের চালক নিহত হয়। পিকাপটিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক ব্যক্তি তার বাড়ীর মালামাল নিয়ে যাচ্ছিলেন।

পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা এসে নিহত ড্রাইভারের মরাদেহ এবং আহত অবস্থায় থাকা ট্রাকের হেলপার এবং ট্রাকে থাকা মালামালের মালিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুজনের মধ্যে হাজী দানেশে কর্মরত ব্যক্তির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। নিহত পিকাপের চালক , আক্তার হোসেন (৩৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈরের দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইইডি)করা হয়েছে । নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top