মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


তামাবিল থেকে পাথর আমদানি বন্ধ

সিলেট থেকে | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০২:০১

তামাবিল থেকে পাথর আমদানি বন্ধ

গেল তিনদিন ধরে সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে বন্ধ রয়েছে পাথর আমদানি। অটো এসএমএস পদ্ধতিতে পাথর আমদানির সরকারি সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন। এতে সরকার প্রতিদিন অর্ধকোটি টাকার রাজস্ব হারাচ্ছে। রবিবার (৯ জানুয়ারি) তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মো. মাহফুজুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

মাহফুজুল ইসলাম জানান, তামাবিল স্থল বন্দরে ৭ জানুয়ারি থেকে অটো এসএমএস সফটওয়্যার পদ্ধতি চালু হয়েছে। এতে ডিজিটালাইজড পদ্ধতিতে ওজন মাপা সম্ভব হবে। এতদিন শুধু ওজন মাপার ম্যানুয়েল স্কেল চালু ছিল। ডিজিটালাইজড ওজন মাপার যন্ত্র চালু হওয়ার পর থেকেই এ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ করে দিয়েছে আমদানিকারকরা। পাথর আমদানিকারকদের অভিযোগ, ভারতের ব্যবসায়ীরা পাথর রপ্তানি করে থাকেন ফিতা দিয়ে মেপে। ফিতা দিয়ে মাপা বোল্ডার পাথরের সঙ্গে থাকা পানি ও মাটি ওজনে হেরফের হয়।

ফলে ভারত থেকে ম্যানুয়াল পদ্ধতির কাগজ নিয়ে এসে বাংলাদেশ বন্দরে বেকায়দায় পড়তে হবে আমদানিকারকদের। সব তথ্য নতুন করে দেওয়ার সঙ্গে ওজনের তারতম্যের জন্য গুণতে হবে জরিমানা। ওজনে কম হলেও দিতে হবে নির্ধারিত ওজনের টাকা।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top