শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২, ০৭:৫৭

ঘোড়াঘাটে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪টি ইউনিয়নে জমে উঠেছে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার প্রচারণা। ৩১ জানুয়ারি ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রার্থী মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে গেলেও সরকার দলীয় নৌকা প্রতীকের সাথে এক স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে।

২নং পালশা ইউনিয়ন ৭জন চেয়ারম্যান প্রার্থী মাঠে থাকলেও সরকার দলীয় নৌকা প্রতীকের সাথে ৩জন স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে। এই ইউনিয়নে কেউ কোন অংশে কমতি বুঝা মুশকিল হয়ে উঠেছে।
৩নং সিংড়া ইউনিয়ন যেটি উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। এখানে সরকার দলীয় নৌকা প্রতীকের সাথে সম অবস্থানে রয়েছে আরও তিনজন। এখানে প্রতিদিনই ভোটের হালচাল উলটপালট হচ্ছে।

৪নং ঘোড়াঘাট ইউনিয়নে নৌকা প্রতীকের সাথে সহ অবস্থানে রয়েছে আরও দু’জন স্বতন্ত্র প্রার্থী। এখানে এ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ব্যানার পোষ্টারে ছেঁয়ে গেছে রাস্তা ঘাট, হাট বাজার ও রাস্তার মোড়গুলো। সর্বত্র নির্বাচনী আমেজ। বর্তমানে করোনায় দিনাজপুরকে রেডজন হিসাবে ঘোষণা করা হলেও নির্বাচনকে কেন্দ্র করে এসব বিধি নিষেধ মানার কোন বালাই নাই। রাতের পর রাত চলছে পথ সভা। মোটর সাইকেল শো-ডাউন। পাশাপাশি প্রার্থীরা দিনের বেলায় ভোটারদের বাড়ী গিয়ে দিচ্ছে নানা আশ্বাস।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাজাহান মানিক জানান, এখন পর্যন্ত নির্বাচন বিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ হলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সব প্রার্থীই তাদের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ম মাফিক ও শৃঙ্খলার মধ্যে চালাচ্ছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top