৫ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও
কক্সবাজার থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৭
                                        কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর এবার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা গেছেন আরেক ভাই রক্তিম সুশীল।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন মারা যান তিনি। এর আগে ৮ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
চমেকের আইসিইউ বিভাগের চিকিৎসক হারুনুর রশিদ রক্তিম শীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে রক্তিম সুশীলের মৃত্যু হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের ধাক্কায় রক্তিম সুশীলের ভাই অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নিহত হন। একই দুর্ঘটনায় আহত রক্তিমকে ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কক্সবাজার আইসিইউ) দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।