শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইবিতে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন

খুলনা থেকে | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:১১

ইবিতে প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে হলের ভেতরে প্রধান ফটকে বসে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রীরা ‘প্রভোস্টের পদত্যাগ চাই, স্বৈরাচারী আচরণ চলবে না, প্রভোস্টের টালবাহানা চলবে না চলবে না’ প্রভৃতি স্লোগান দেন। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। কিন্তু এতে সায় দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় অজ্ঞান হয়ে যান। তখন তাঁর সহপাঠীরা প্রভোস্টকে ফোন দেন। কিন্তু তিনি ফোন ধরে না। কয়েকবার ফোন দেওয়ার পর তিনি ফোন ধরেন। তখন তিনি ফোনেই ছাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হলে তাঁরাও ফোন ধরে না। পরে ফোন ধরলে প্রায় ৪৩ মিনিট পর অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স করে অসুস্থ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’

পরবর্তীতে রাত সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। শিক্ষার্থীদের দাবির মুখে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top