• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মোবাইল চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৮:১১

মোবাইল চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন

পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক কিশোরের ফুফু মাকসুদা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর পায়রা বন্দরের নির্মাণাধীন আবাসনের ১২ নম্বর প্যাকেজে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় সকালে তারা কাজ করতে যায়। এসময় স্থানীয় আশরাফ ও শামীম হাওলাদার তাদের ১৪ নম্বর প্যাকেজে ডেকে নেন। পরে মোবাইল চুরির অপবাদ দিয়ে তারা ওই দুই কিশোরকে মারধর করেন। একপর্যায়ে ১৪ নম্বর প্যাকেজের একটি কক্ষে আটকে তাদের হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top