• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাংস খাওয়ানোর কথা বলে শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মে ২০২২, ০৪:২১

মাংস খাওয়ানোর কথা বলে শিশুকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মুরগির মাংস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের স্ত্রী রিমা আক্তারের (১৮) বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার সাতানা গ্রামের নিজ বাড়ি থেকে রিমাকে আটক করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু লাবিব হোসেন (৪) পাঁচবিবি উপজেলার সাতানা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে সাতানা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মেফতাউল হাসানের সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পুত্রবধূ ও শ্বশুর-শাশুড়ির মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার সকালে মুরগির মাংস খাওয়ানোর কথা বলে শাশুড়ির কাছ থেকে শিশু লাবিবকে ডেকে নেন রিমা। পরে ঘরের মধ্যে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যার পর বিছানায় শুয়ে রাখেন ভাবি। লাবিবকে দেখতে না পেয়ে পুত্রবধূর ঘরে ঢুকে শিশুটির মরদেহ দেখতে পান মা। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাবি রিমা আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে শিশুটিকে তার ভাবি হত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top