• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পার্বতীপুরে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী আটক, ১৯ জনের কারাদন্ড

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৮:০২

পার্বতীপুরে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী আটক, ১৯ জনের কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুরে বিরোধপূর্ন জমি দখল করতে গিয়ে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীকে আটক ১৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে জরিমানার নগদ এক লাখ টাকা আদায় করা হয়। রোববার (১৫ মে) দুপুরে আসামীদের দিনাজপুর জেল কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের পূর্ব কুটিপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র মনজুর হোসেনের সাথে অপর ভাইদের ৪৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল শনিবার বিকেলে মনজুর হোসেনের শ্বশুরবাড়ী পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একদল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী ৯টি মোটর সাইকেলে উক্ত জমি দখলে নেয়ার চেষ্টায় তারা সেই ভূট্টা ক্ষেত নষ্ট করতে থাকে। এ দৃশ্য দেখে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে উঠে এবং ভাড়াটিয়া বাহিনীকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পারিয়ে মনজুর হোসেনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী ইটপাটকেল ছুড়ে মারে।

খবর পেয়ে পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর ও ওসি (তদন্ত) সুজয় কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীদেরকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে থানায় নিয়ে আসে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা জানান, রাতব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৬০ সালের ১৪৩ ধারায় মনজুর হোসেন (৪২), মাহমুদুর রহমান (৩৩), মাহাবুবুর রহমান (৪১) এক মাস এবং রাব্বি (২৫), সোহাগ বাবু (১৯), খাবেরুল ইসলাম (৩৪), মিষ্টার (২৩), হানিফ ইসলাম (৩৫), আকতার হোসেন (৩৮), শামিম হোসেন (২৩), ময়েনুদ্দীন (৩৮), মাহাফুজার রহমান (১৯), মকলেছুর রহমান (৩৮), মঞ্জুরুল ইসলাম (৩০), মেনাজুল ইসলাম (৩০), আনোয়ার হোসেন বাবু (৩২), সোহেল রানা (২১), বুলবুল আহমেদ (২৭) ও মাসুদ রানা (২৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ঘটনার মূল হোতা মনজুর হোসেনসহ তাদের ব্যবহৃত ৯টি মোটর সাইকেলের বৈধ কাগজ না থাকায় প্রত্যেককে ১০ হাজার টাকা হারে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top