• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফকিরহাটে সাবেক বিমান সচিবসহ দুই বাড়িতে ডাকাতি

ফকিরহাট থেকে | প্রকাশিত: ২ জুন ২০২২, ০৩:০৮

ফকিরহাটে সাবেক বিমান সচিবসহ দুই বাড়িতে ডাকাতি

বাগেরহাটের ফকিরহাটে লখপুর গ্রামে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত দল অবসরপ্রাপ্ত সচিব মো. মহিবুল হকের বাড়ীতে মই দিয়ে দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে জিনিসপত্র তছনছ করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। অবরসপ্রাপ্ত সচিবের ঘর থেকে কি পরিমান জিনিসপত্র নিয়েছে তা বাড়িতে কেউ না পুলিশ জানাতে পারেনি।

অপরদিকে, মুখোশধারী ওই ডাকাতদল এরপর সচিবের বাড়ীর সামনে বসবাসকারি তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়ির গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সকলকে কাপড় দিয়ে বেঁধে রাখে আলমারী ভেঙ্গে নগদ ২লক্ষ ৪০হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গছে বলে গৃহকর্তা শহিদুল হক সাবু জানিয়েছে।

খবর পেয়ে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক, এএসপি (সার্কেল) আসিফ ইকবাল ও ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মুঃ আলীমুজ্জামান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফকিরহাট থানায় মামলার প্রস্তুতি চলছিল। তবে এখনো পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু আলীমুজ্জামান বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top