• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ দিলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৯:১৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তাগিদ দিলো ঢাকা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চলতি বছরের মধ্যে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৪ জুন) রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ তাগিদ দেওয়া হয়।

আজ ভার্চুয়ালি যৌথ ওয়ার্কিং গ্রুপের পঞ্চম বৈঠক হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকের পর মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এ বছরই প্রত্যাবাসন শুরু করতে চাই। এটা তাদের জানিয়েছি।’

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য উভয় পক্ষ আলোচনা করেছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি ও মিয়ানমারে ফিরে যেতে আগ্রহীদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

আগামী দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়মিতভাবে করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ চ্যান আই।

এর আগে ২০১৯ সালের মে মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক মিয়ানমারের রাজধানী নেপিদোতে হয়েছিল।



বিষয়: রোহিঙ্গা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top