• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বুস্টার ডোজ পেয়ে খুশি বগুড়ার মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০৪:০৩

বুস্টার ডোজ পেয়ে খুশি বগুড়ার মানুষ

বগুড়া জেলায় ২ লাখ ১১ হাজার ৫০০ জনকে করোনাভাইরাসের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

বুস্টার ডোজ দিবসে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকে জেলার ১২ উপজেলা ৪ পৌরসভার ৩৮৯টি কেন্দ্রে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। টিকা নিতে ভিন্ন কেন্দ্রে নারী-পুরুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে নির্বিঘ্নেই টিকা নিতে পারছেন মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ১৪ জুলাই পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ২৮ লাখ ৩৮ হাজার ২৬৯ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৭ লাখ ৬ হাজার ৮৫০ জন, বুস্টার ডোজ পেয়েছেন ৬ লাখ ৪৪ হাজার ৮২ জন। মঙ্গলবার যারা টিকা নিতে পারবেন না তাদের আগামী ২দিন দেওয়া হবে।

এদিকে সহজেই টিকা পেয়ে খুশি স্থানীয়রা। তাদের টিকা নিতে কোনো সমস্যা হয়নি। ভালো আছেন বলে জানান টিকাগ্রহিতারা।

সকাল সাড়ে ১০টায় সদরের গোকুল টিইউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন জেলার সিভিল সার্জন ডা. শফিউল আজম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু। এ সময় গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াও উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top