• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফেসবুকে চুমুর ছবি ভাইরাল, বহিষ্কার দুই স্কুল শিক্ষার্থী

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২২, ০৪:৩১

ফেসবুকে চুমুর ছবি ভাইরাল, বহিষ্কার দুই স্কুল শিক্ষার্থী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই শিক্ষার্থীর চুমুর ছবি ভাইরাল হওয়ায় বিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল স্বাক্ষরিত একটি বহিস্কারাদেশ নোটিশ থেকে এ তথ্য জানাগেছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ওই দুই শিক্ষার্থীর অনৈতিক কার্যকলাপের জড়িত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের পরিবেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অপরাধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য সকল শিক্ষার্থীকে সতর্ক করা হলো।

স্কুলের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা কয়েকদিন আগে ঘুরতে যায়। সেখানে একটি চুমুর ছবি তোলে। সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগে তোলা চুমুর ছবিটি ছেড়ে দেয়। যা ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে সাময়িক বহিষ্কার হওয়া প্রেমিক বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে চুমুর ছবিটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িনি। কে বা কারা ছেড়েছে তা জানি না।’

স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, ‘ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে ওই দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের টিসি দেওয়া হয়নি। দুই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা আলাপ আলোচনা করছেন। তারা সম্মত হয়ে কোনো কিছু জানালে ম্যানেজিং কমিটি বসে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top