শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:০২

বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বাড়ির পাশের ডোবায় শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবিউল হাসান (১৬), লামিম (১২) ও সানজিদা (৯)। সম্পর্কে তারা ভাই-বোন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।’

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top