• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০০:৩৪

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার গোবরা ইউনিয়নের মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোবরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেন, যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত ১৯ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ইতোমধ্যে ১১জন মৃত্যুবরণ করেছেন। এরুপ পরিস্থিতিতে নতুন দেয়া শর্তানুযায়ী মুক্তিযোদ্ধাদের সঠিকতা যাচাই-বাছাই অত্যান্ত কঠিন ও শ্রমসাধ্য। এতে মুক্তিযোদ্ধারা বিব্রত ও লজ্জিত হচ্ছে। তারা এ যাচাই বাছাই এর হাত থেকে রেহাই পেতে চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ফকির, নজরুল ইসলাম মোল্লা, আনোয়ার হোসেন মৃধা, আতিয়ার রহমান শেখ, হাবিবুর রহমান মৃধাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।

এনএফ৭১/এবিআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top