• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফরিদগঞ্জে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন ভান্টির বসতবাড়ি

নিশি রহমান | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৫:১১

আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর

ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজের অবস্থান জানান দিচ্ছেন ফুটবল ভক্তরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানান দিতে নিজের পেশাকে কাজে লাগিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রহমান ভান্টি। দৃষ্টি নন্দনভাবে রাঙানো তার বসতঘরটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চৌচালা একটি টিনের ঘর। সাদা-আকাশি রঙে রাঙানো। সেই ঘরের বেড়ায় টাঙানো একটি ব্যানার। যেখানে এক পাশে ফুটবল তারকা মেসির ছবি। অন্য পাশে বাংলাদেশের জাতীয় পতাকা এবং নিজের আঁকা ছবি টাঙানো।

গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের বাচ্ছু বেপারীর ছেলে আব্দুর রহমান ভান্টি পেশায় রং মিস্ত্রি। ।আব্দুর রহমান ভান্টি বলেন, ফুটবলের জাদুকর ম্যারাডোনার নাম বাবার মুখে শুনেছি। সে থেকেই অনলাইনে নিয়মিত ম্যারাডোনার পুরোনো খেলা গুলো দেখি এবং আর্জেন্টিনার ভক্ত হয়ে পড়ি। বেশি ভালোবাসি আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসিকে।

দুই ভাই এক বোনের মধ্যে আবদুর রহমান ভান্টি মেজ। তিনি মানুরী ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। প্রবল ইচ্ছে থাকলেও পরিবারের দৈন্যদশার কারণে পড়াশোনায় এগোতে পারেননি। পরিবারের হাল ধরতে রং মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন। উপার্জন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের টিনশেড বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

সাবেক ফুটবলার ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। সত্যি কথা বলতে এ দেশে যুবসমাজ ফুটবল মানেই আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বুঝে থাকে। আবদুর রহমান ভান্টির সঙ্গে আমার সরাসরি দেখা না হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই। আমাদের বীরের জাতি হিসেবে দেশপ্রেমকেই প্রথমে প্রাধান্য দিতে হবে।’

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজান পাটওয়ারী বলেন, ‘আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ঘনিয়া গ্রামে একটি ঘর আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হয়েছে। শিগগিরই সেই ঘর পরিদর্শনে যাবো।’

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top