• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অপহরণের ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৩:০৩

অপহরণের ৫ দিন পর ব্যবসায়ী উদ্ধার

সাভারের আশুলিয়ায় ফার্নিচারের শো-রুম থেকে মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণের ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বগাবাড়া এলাকার নাম্বার ওয়ান স্মার্ট ফার্নিচারের দোকান থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত মেহেদী হাসান মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পশ্চিম কলিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট এলাকার মনির মন্ডলের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো গত ২২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেন। পরে রাত ৮টার দিকে গ্রেপ্তাররা একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে ফার্নিচারের শোরুমের সামনে দাঁড়ান। পরে ৪-৫ জন শোরুমের ভেতরে প্রবেশ করে মেহেদীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে খোঁজাখুঁজি করা হলে মেহেদী ফোন করে জানায়, তাকে অজ্ঞাতনামা কয়েকজন আটকে রেখেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে টাঙ্গাইল থেকে তাকে উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃতকে উদ্ধার করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top