শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফকিরহাটে দুই মাদক কারবারি আটক

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৫১

ফকিরহাটে দুই মাদক কারবারি আটক

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল পুলিশের উপজেলার বেতাগার মাসকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো মাসকাটা গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে মো. ফারুক শেখ (৪৫) ও রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের মুনাফ আলী শেখের ছেলে মো. আল আমিন শেখ (৩২)।

এ ব্যাপারে শুভদিয়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু আলীমুজ্জামান মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top