• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

শাকিল খান | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৯:৫৯

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার (২০) বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা চিরিরন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তম (৩৫) ও তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে ৭ বছর বয়সী অর্ণব ও পল্লবীর ভাগিনা ১০ বছর বয়সী অপূর্ব।

আহতরা হলেন, পল্লবীর মা জ্যোতিকা রানী (৫০), ভাই শঙ্কর (৩) ও অপর ভাই পলাশ (৩৫)।

জানা গেছে, পরিবারের সকলে নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর থেকে দিনাজপুর সদর উপজেলার সিকদারহাটে এক কবিরাজের কাছে চিকিৎসার জন্য আসছিল। পথিমধ্যে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, আজ সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top