• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

শাকিল খান | প্রকাশিত: ৬ জুন ২০২৩, ২০:১২

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে খুনের অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ ন ম ইলিয়াসের আদালতে এ রায় দেন।

জানা গেছে, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম। এ ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট খন্দকার হালিম জানান, মঙ্গলবার দুপুরে এ ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে।

অপরদিকে জানা যায়, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top