• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বার্মিজ মার্কেটে আগুন, দেড় শতাধিক দোকান পুড়ে ছাই

শাকিল খান | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩, ২১:৩৯

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের প্রায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।  

আজ (৬ জুলাই) বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটটির পাহারাদার মোহাম্মদ কাইয়ুম জানান, বুধবার রাতে মার্কেটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ ও বিজিবি, উপজেলা প্রশাসনের সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় বেশ কিছু দোকানের মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক নুর হাফেজ জানান, তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তিনি নিঃস্ব হয়ে গেছেন। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা খতিয়ে দেখা দরকার বলে দাবি করেন ভুক্তভোগী।

টেকনাফ বাজারের এই জমিটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত। ২০০৭ সালে ১৬০ ব্যবসায়ী ৯৯ বছরের লিজ চুক্তিতে গড়ে ওঠে এই বামির্জ মাকের্টটি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top