• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জমে উঠেছে চসিক নির্বাচনের প্রচারণা

প্রতিশ্রুতির বন্যায় ভাসছে চট্টগ্রামবাসী

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ২০:৫৫

সিটি চট্টগ্রাম সিটি করপোরেশন

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার পর ২য় বৃহত্তম সিটি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যায় ভাসছে চট্টগ্রামবাসী।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনাও ঘটছে। নির্বাচন কমিশন কার্যালয়ে জমছে অভিযোগের পাহাড়ও। তবে এসবের মধ্যেও থেমে নেই প্রার্থীরা।

এই নির্বাচনে মেয়র পদে কাগজে কলমে ৭ জন প্রার্থী থাকলেও মাঠে রয়েছে আ’লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থী। মুলতঃ আ’লীগের নৌকা এবং বিএনপি’র ধানের শীষের মধ্যেই নির্বাচনে মূল প্রতিদ্বন্ধিতা হবে। আগামী ২৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হবে প্রচার-প্রচারণা।

চসিক নির্বাচনে মেয়র, কাউন্সিল এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২২৬ জন। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন, কাউন্সিলর (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বী ১৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী সংখ্যা ৫৩ জন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top