• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাবনায় মেয়র প্রার্থীর নির্বাচনী ইসতেহার ঘোষণা

পাবনা থেকে | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১, ০০:২৮

পাবনায় মেয়র প্রার্থীর নির্বাচনী ইসতেহার ঘোষণা

আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে নাগরিক মঞ্চ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান ২২ দফা সম্বলিত নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে বীণাবাণী সিনেমা হলের সামনে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ইসতেহার ঘোষণা করেন।

নাগরিক মঞ্চের আহবায়ক ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড জাকির হোসেনের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য ও নির্বাচনী ইসতেহার ঘোষণা করেন নাগরিক মঞ্চ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান।

সম্মেলনে বক্তারা আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পৌর এলাকার কয়েকটি স্থানে বিশৃঙ্খলার সম্ভাবনা জানিয়ে বক্তরা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েনের দাবী জানান। একই সাথে তারা বেশ কয়েকটি অনিয়ম উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, নাগরিক মঞ্চের উপদেষ্টা সুলতান আহমেদ বুরোসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top