কেরানীগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা যুবকে
কেরানীগঞ্জ প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামের এক যুবককে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয়রা জানান, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সাগীর। নাজিরেরবাগ সড়কে পৌঁছেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।
নিহতের স্ত্রী টিনা বলেন, “সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলে রেখেছে। আমার স্বামী কারও সঙ্গে শত্রুতা করেনি। কেন এমন হলো, বুঝতে পারছি না।”
জানা গেছে, চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও সন্তানকে নিয়ে ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন সাগীর। হঠাৎ ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহায়তায় তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। পূর্বশত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।