নির্বাচন পর্যবেক্ষণে আরও ১৬ সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৮:০৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে নির্বাচন কমিশন বা ইসি। আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। শনিবার (৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি সংস্থার তালিকায় রয়েছে এজাগ, ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, এনএসডিও এবং বাঁচতে শেখার মতো প্রতিষ্ঠানগুলো।
এই সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে কারও কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানানোর জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
লিখিতভাবে এই দাবি বা আপত্তি জমা দেওয়ার শেষ সময় আগামী ২৭ নভেম্বর। এটি জমা দিতে হবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর।
নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী যথাযথ যাচাই-বাছাই শেষে এই সংস্থাগুলোকে নিবন্ধনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর আরও ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।