শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

দশম গ্রেডের দাবিতে শাহবাগে শিক্ষকদের বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৮:১৩

সংগৃহীত

রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের কঠোর বাধা। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের হামলায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ‘কলম বিসর্জন কর্মসূচি’ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছিলেন সহকারী শিক্ষকরা।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে দশম গ্রেড দেওয়া এবং ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান।

পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।

অন্যদিকে ডিএমপির রমনা জোন ডিসি মাসুদ আলম জানান, আন্দোলনরত কিছু শিক্ষক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের পদক্ষেপে পদযাত্রা পণ্ড হয়ে গেলেও, শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় জড়ো হয়ে নিজেদের দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top