শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস চালু: যানজট আর নয়!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৭:৪৮

সংগৃহীত

যানজট নিরসনে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় অগ্রগতি! রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের নতুন রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নির্বিঘ্ন যান চলাচল। অবসান হলো দীর্ঘদিনের ভোগান্তির।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এই আন্ডারপাসটি উদ্বোধন করেন।

এই আধুনিক আন্ডারপাসটি অতীশ দীপঙ্কর রোড এবং কমলাপুর আউটার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে। আগে এখানে ছিল ব্যস্ত লেভেল ক্রসিং। ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে নিয়মিত তৈরি হতো ভয়াবহ যানজট। লেভেল ক্রসিং সরিয়ে এই আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটি ছয় লেনের। এর মধ্যে চারটি যান্ত্রিক যানবাহনের জন্য এবং দু’পাশে রিকশা-সাইকেলের জন্য আলাদা লেন রয়েছে।

প্যাডেলচালিত যানবাহনের জন্য লেনটি করা হয়েছে কিছুটা উঁচু, যাতে ঢাল কম হয়। ল্যাম্পপোস্ট, ফুলের গাছ ও ফুটপাতে এটি এখন নান্দনিক রূপে রাজধানীর নতুন সংযোগপথ।

এই আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগরসহ বেশ কয়েকটি এলাকার মানুষ ট্রেনের সিগনালে আর আটকে থাকবে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top