রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জাকসুতে শিবিরের বড় জয়, ভিপি পদে স্বতন্ত্র জিতু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

ছবি: সংগৃহীত

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—জাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ২৫টি পদের মধ্যে তারা সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে।

ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোটে জয় পান। এজিএস (নারী) পদে জয়ী হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা এবং এজিএস (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান।

শীর্ষ তিন পদ ছাড়া শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্পাদক ও কার্যকরী সদস্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে বাগছাস সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে বাকি ৫টি পদে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top