রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

গাইবান্ধায় জাতীয় পতাকার জায়গায় জুতা উত্তোলন, কলেজছাত্র আটক

গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:২২

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি শুক্রবার (১০ অক্টোবর) সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকার জায়গায় জুতা বেঁধে উত্তোলনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, মিরাজ মোবাইলে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকার জায়গায় জুতা বেঁধে উত্তোলন করছেন। পাশে তিন–চারজন যুবক দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

ঘটনাটি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, “এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন,

“ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top